Description
ইসলামী আইন ও বিচারব্যবস্থা – ২ খন্ডে প্রকাশিত
ইসলামী আইন ও বিচারব্যবস্থার অপূর্ব দর্পণ
প্রথম নবী হযরত আদম (আ.) থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত নবী-রাসূল পাঠিয়েছেন। নবুয়তী মিশন বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলাই ছিল তাঁদের প্রধান লক্ষ্য।
পরস্পরে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়া এবং এর মীমাংসার জন্য বিচারকের শরণাপন্ন হওয়া তথা বিচারব্যবস্থা মানব সভ্যতার সূচনাকালে আদমের সন্তান হাবিল-কাবিল থেকেই চলে এসেছে। নবী-রাসূলদের ওপর কিতাব নাযিল হলে তাঁরা এর ভিত্তিতেই বিচারকার্য সমাধা করতেন। ইসলামও কুরআনী আইন ও ইলাহী নেযামের ভিত্তিতে বিচারব্যবস্থা গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এর ফলেই ইসলামী দুনিয়ায় ইনসাফ ও ন্যায়বিচারের সুবাতাস প্রবাহিত হয়েছিল।
নাগরিকরা তাদের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় লাভ করেছিল ইসলামী বিচারব্যবস্থার ছায়াতলে। গ্রিক দার্শনিকরাও ন্যায়বিচারের গুরুত্বের বিষয়টি তীব্রভাবে অনুভব করেছিলেন। সেলুন, পিথাগোরাস, হেরাক্লিটার্স, ডেমোক্রিটাস, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো তাঁরা সবাই সামাজিক শৃঙ্খলা ও ন্যায়বোধ প্রতিষ্ঠার জন্য আত্মনিরপেক্ষ আইন ও ন্যায়বিচারের কথা বলে গেছেন।
উসমানী শাসনামলে শাসকদের পাশ্চাত্যপ্রীতির কারণে ইসলামী দুনিয়ায় পাশ্চাত্যের আইন ও বিচারব্যবস্থা অনুপ্রবেশের পথ প্রশস্ত হয়। ক্রমান্বয়ে গোটা মুসলিম বিশ্বে তা জেঁকে বসে। ঢুকে পড়ে আদালতেও। বর্তমানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামায-রোযা আদায় করলেও ইসলামী আইন ও বিচারব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়ে লড়াইয়ে নিরত একটি শ্রেণী। এই আত্মঘাতী অবস্থানের জন্য এ সম্পর্কে তাদের অজ্ঞতাই দায়ী।
ইতোপূর্বে বাংলা ভাষায় ইসলামী আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট এবং সমৃদ্ধ ধারণাসম্বলিত কোনো নির্ভরযোগ্য গ্রন্থ রচিত হয়নি। এই দিকটি বিবেচনা করে প্রখ্যাত লেখক ও গবেষক মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.) ‘ইসলামী আইন ও বিচারব্যবস্থা’ নামে এই গবেষণাধর্মী গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটি দুই খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডে আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আইন কাকে বলে, আইন কিভাবে প্রণয়ন করতে হয়, আইনের উৎস কী কী, আইন উদ্ভাবনে ইজতিহাদের ভ‚মিকা যোগ্যতা ও প্রক্রিয়া, বর্তমানে ইজতিহাদের দ্বার খোলা আছে কি না? ইত্যাদি বিষয়ে বস্তুনিষ্ঠ গ্রন্থাবলীর উদ্ধৃতিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গ্রন্থটিতে আইনের প্রকারভেদ, আইন ও স্বাধীনতা, আইন ও অপরাধ, অপরাধ দমনে আইনের ভূমিকা রাষ্ট্রীয় আইন প্রণয়নের পদ্ধতি, আইন বাতিল বা রহিতকরণের প্রক্রিয়া, আন্তর্জাতিক আইন ও ইসলাম ইত্যাদি বিষয়ে আধুনিক ভাবনা ও ইসলামী ভাবনার সমন্বয় করে উপস্থাপন করা হয়েছে। ফিকহ ও ফতওয়ার গ্রন্থাবলীর একটি সমৃদ্ধ তালিকা উল্লেখসহ কোন বিষয়ের ইসলামী আইন কোথায় পাওয়া যাবে গ্রন্থটিতে এর একটি ইনডেক্সও যুক্ত করা হয়েছে।
যাতে আগ্রহীরা প্রয়োজনীয় ইসলামী আইন খুঁজে বের করে নিতে পারেন। দ্বিতীয় খণ্ডে বিচারব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিচারব্যবস্থার উদ্ভব ও ক্রমবিকাশ, ইসলামপূর্ব যুগে বিচারব্যবস্থা, জাহেলী যুগে বিচারব্যবস্থা, রাসূল (সা.)-এর বিচারব্যবস্থা, খোলাফায়ে রাশেদীনের বিচারব্যবস্থা, উমাইয়া, আব্বাসী ও উসমানী যুগের বিচারব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। এরপর ইসলামী বিচার পদ্ধতির দিকসমূহ যথা বিচারক, বিচারালয়, বিচারের আরজি, আরজির শুনানির পদ্ধতি, বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগদান, ইকরার বা স্বীকারোক্তি, সাক্ষী, আনুসঙ্গিক প্রমাণাদী, কাগজী ডকুমেন্ট, ইলেক্ট্রনিক ডকুমেন্ট, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট, দলিল-দস্তাবেজ ইত্যাদি বিষয়ের উপর তথ্যনির্ভর আলোচনা উপস্থাপন করা হয়েছে।
এরপর বিচারকের রায় ও রায় কার্যকর করার প্রক্রিয়ার উপর ফিকহবিদদের মতামতের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বশেষে ইসলামী সালিসী ব্যবস্থার স্বরূপ পাশ্চাত্যের অনুগামীদের ষড়যন্ত্রের বিষয়েও একটি নিবন্ধ রয়েছে। আশা করি পাঠকরা এসব আলোচনার মধ্য দিয়ে ইসলামী বিচারব্যবস্থার স্বরূপ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা লাভ করতে পারবেন।
পাণ্ডুলিপি পড়ে দেশের দুইজন শীর্ষস্থানীয় আইনবিদ উচ্ছাসিত প্রশংসা সম্বলিত মূল্যবান মতামতও দিয়েছেন গ্রন্থটিতে। গ্রন্থটি পাঠ করে ইসলামী আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং এ সম্পর্কিত আতঙ্ক কাটিয়ে উঠে ইসলামী আইন ও বিচারব্যবস্থার সুফলের দিক সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধি অর্জন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। উন্নত বোর্ড বাঁধাই ও ঝকঝকে ছাপার ৩৫২ পৃষ্ঠার প্রথম খণ্ডের মুদ্রিত মূল্য ৩৬০ টাকা এবং ৪১৬ পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের মুদ্রিত মূল্য ৪৪০ টাকা মাত্র।
-আবু ফারহান
নাম : ইসলামী আইন ও বিচারব্যবস্থা
প্রন্থনায় : মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
পৃষ্ঠা : প্রথম খণ্ড ৩৫২, দ্বিতীয় খণ্ড ৪১৬
কাগজ : অফসেট
মূল্য : প্রথম খণ্ড ৩৬০ ( তিনশত ষাট টাকা মাত্র), দ্বিতীয় খণ্ড ৪৪০ (চারশত চল্লিশ টাকা মাত্র)।
প্রাপ্তিস্থান
বিশ্বকল্যাণ পাবলিকেশন্স
১/এ পুরানা পল্টন লাইন (২য় তলা) ঢাকা।
১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।
০১৯১৩-০৫৩৩৭৪, ০১৯১২৭১৫৭৯৮, , ০১৯৭৭৭৭৩৭৩৫-৩৬
রকমারিসহ বিভিন্ন অনলাইন শপ থেকে ঘরে বসেও সংগ্রহ করা যাবে বইটি।