সবচেয়ে বড় বই হয়েছে দুবাইতে। পাঁট মিটার প্রস্থ এবং ৮.৬ মিটার দীর্ঘ বই।
সবচেয়ে বড় বই হয়েছে দুবাইতে। পাঁট মিটার প্রস্থ এবং ৮.৬ মিটার দীর্ঘ বই। ওজন ১৫০০ কিলো। পাতা ৪২৯। এখানে আছে আমাদের রাসূলুল্লাহর জীবনের বিশেষ কথা। তৈরি করতে লেগেছে ৫০ জন মানুষ।
চুলের সমান চিকন বই তৈরি হয়েছে ক্রিস্টালাইজড সিলিকন দিয়ে। বইটি করতে লেগেছে ১৫০০ হাজার ডলার।
সবচেয়ে বেশি বই অনুবাদ হয়েছে কোন জনার? শেকসপিয়র- ৮০টি ভাষায়। কাহলির জিব্রানের ‘দি প্রফেট’ ৪০টি ভাষায়।
Trackbacks & Pingbacks
computer-arts.info
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!