দ্বীনে এলাহী, অসৎ আলেম ও পীর
ইসলামের আলোকে কদাচার করে দেয়ার জন্য যুগে যুগে নানা রকম ভণ্ড মানুষের আবির্ভাব ঘটেছিল। হযরত মুজাদ্দিদে আলফেসানী (রহ.)-এর যুগেও বাদশাহ আকবর হিন্দু-মুসলমানের ভেতরে একটি আইন করে দ্বীনে এলাহী ধর্ম প্রবর্তনের চেষ্টা করেছিল। তখন সমাজ সংস্কারের সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন হযরত মুজাদ্দিদে আলফেসানী (রহ.)। তিনি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। অন্তত সরল ও সহজ মুসলমানগণ নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন।
এ বইটিতে মূলত তাঁর সমাজ সংস্কারের কথাই বিবৃত করেছেন মুজাহিদে আযম শামছুল হক ফরিদপুরী (রহ.)। এ ছাড়াও বইটিতে মুফতী ফজলুল হক আমিনী (রহ.) বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব ইসলামবিরোধী রায় আছে এর বিরুদ্ধে সোচ্চার বক্তব্য উপস্থাপন করেছেন। এ দেশেও যারা দ্বীনে মুহাম্মদের বদলে দ্বীনে এলাহীর স্বপ্ন দেখেছিলো তাদের স্বার্থে প্রচণ্ড চপেটাঘাত বইটি। একজন পাঠকের হৃদয়ের দরজা খুলে যেতে পারে। কারণ কী কী অবস্থায় দ্বীনে এলাহী আসে, কী ভুল সিদ্ধান্ত ক্রমান্বয়ে মানুষকে নিয়ে যায় অসভ্যতার দ্বারপ্রান্তে। এ বইটি না পড়লে অজানাই থেকে যাবে। বইটির শেষে একটি পরিশিষ্টে মুফতী ফজলুল হক আমিনী (রহ.) রচিত চিরন্তন বিধান নামে নিবন্ধে বাতিলের বিরুদ্ধে হুংকার ছেড়েছেন। তিনি লিখেছেন, ইসলামী আইন ও নীতিমালা মহাপ্রজ্ঞাময় সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ও সূক্ষ্মদর্শী রাব্বুল আলামীন প্রদত্ত এক শাশ^ত পয়গাম। তথাকথিত কতিপয় বুদ্ধিজীবির মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা নয়।
বইটি নানা কারণে গুরুত্বপূর্ণ। সম্রাট আকবর থেকে শুরু করে মুশরিকদের ষড়যন্ত্র থেকে সচেতন থাকার উপায় বেরিয়ে এসেছে এ গ্রন্থে। এ বইটি পাঠে পাঠক নিজের সময়ের কুসংস্কারেরও মিল খুঁজে পাবেন। কারণ বাতিলের এপিঠ আর ওপিঠ একই রকম। হাজার বছর আগেও মূর্তির পূজাই করা হতো, এখনও তা-ই হচ্ছে। আল্লাহকে যারা ইবাদত করে না, শিরককারীদের অবয়ব প্রায় একই রকম। বইটি পাঠককে সমাজ সংস্কারকের ভূমিকায় উঠে আসতে উজ্জীবিত করবে। বইটির অনুলেখকের কাজ করেছেন মাওলানা মুহাম্মদ তৈয়্যেব হোসাইন।
চার রঙা প্রচ্ছদে হযরত মুজাদ্দিদে আলফেসানী (রহ.)-এর সংস্কার, দ্বীনে এলাহী, অসৎ আলেম ও পীর বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষ পুস্তক প্রকাশনী প্রতিষ্ঠান ‘বিশ্বকল্যাণ পাবলিকেশন্স’। প্রচ্ছদের ডিজাইন করেছেন বশির মেসবাহ। উন্নতমানের অফসেট কাগজের ১৫৮ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। ২০১১ সালে বইটি প্রকাশিত হয়। বিশ^কল্যাণের ১/এ পুরানা পল্টন লাইন (২য় তলা) অফিস কিংবা বাংলাবাজারের ইসলামী টাওয়ারের শো-রুম থেকে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন শপ থেকে ঘরে বসেও সংগ্রহ করা যাবে বইটি।
-মাসউদুল কাদির
নাম : দ্বীনে এলাহী, অসৎ আলেম ও পীর
গ্রন্থনায় : মুফতী ফজলুল হক আমিনী (রহ.)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
পৃষ্ঠা : ১৫৮
কাগজ : অফসেট
মূল্য : ১৫০ (একশত পঞ্চাশ টাকা মাত্র)
প্রাপ্তিস্থান
বিশ্বকল্যাণ পাবলিকেশন্স
১/এ পুরানা পল্টন লাইন (২য় তলা) ঢাকা।
১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।
০১৯১৩-০৫৩৩৭৪, ০১৯১২৭১৫৭৯৮, ০১৯৭৭৭৭৩৭৩৫-৩৬
রকমারিসহ বিভিন্ন অনলাইন শপ থেকে ঘরে বসেও সংগ্রহ করা যাবে বইটি
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!